কবি হেলাল হাফিজ মারা গেছেন

প্রেম ও দ্রোহের কবি খ্যাত কবি হেলাল হাফিজ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিএসএমএমইউ সূত্রে জানা গিয়েছে, আজ দুপুর আড়াইটার দিকে রাজধানীর শাহবাগে এলাকায় সুপার হোম নামের আবাসিক হোটেলের বাথরুমে পড়ে গিয়ে রক্তক্ষরণ হয় কবির। হোটেল কর্তৃপক্ষ তাঁকে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। কবি হেলাল হাফিজ জাতীয় প্রেস ক্লাব সদস্য ছিলেন।

কবি হেলাল হাফিজ দীর্ঘদিন ধরেই গ্লুকোমায় আক্রান্ত হয়ে ভুগছিলেন। এছাড়াও তিনি কিডনি, ডায়বেটিকস ও স্নায়ুবিকসহ বার্ধ্যক্যজনিত অসুখে ভুগছিলেন।

কবি হেলাল হাফিজ ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার বড়তলী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রথম প্রকাশিত কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে’। ১৯৮৬ সালে এটি প্রকাশের পরপরই তাঁর কবিখ্যাতি ছড়িয়ে পড়ে দেশবিদেশে। এরপর এখন পর্যন্ত ‘যে জলে আগুন জ্বলে’ বইটি মুদ্রণ হয়েছে ৩৩ বারেরও বেশি। লেখালেখির পাশাপাশি কবি দৈনিক যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন।

১৯৯১ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলেনের সময় কবি হেলাল হাফিজের পঙক্তি ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়’ আন্দোলনরত জনতার মুখে মুখে উচ্চারিত হয়েছে, আন্দোলনে প্রেরণা জুগিয়েছে- এর মধ্য দিয়ে কবি হেলাল হাফিজ বাংলাদেশে তুমুল জনপ্রিয় একজন কবি হিসেবে সমাদৃত।

তাঁর প্রকাশিত কবিতাগ্রন্থ ৩টি: যে জলে আগুন জ্বলে (১৯৮৬), কবিতা ৭১ (২০১২), বেদনাকে বলেছি কেঁদোনা (২০১৯)।

পুরষ্কার সম্মাননা: কবি হেলাল হাফিজ ১৯৮৬ সালে লাভ করেন  যশোহর সাহিত্য পরিষদ পুরস্কার, ১৯৮৭ সালে আবুল মনসুর আহমদ সাহিত্য পুরস্কার, ২০১৯ সালে নেত্রকোণা সাহিত্য সমাজ প্রবর্তিত কবি খালেদদাদ চৌধুরী সাহিত্য পদক সম্মাননা, ২০১৯ সালে বাসাসপ কাব্যরত্ন- প্রভৃতি। ২০১৩ সালে কবি হেলাল হাফিজ কবিতায় বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

 

padmin

Ahosan Habibi is an educational content creator, researcher, and digital strategist focused on helping learners and professionals grow smarter in the modern world. He writes practical, well-researched content on English writing, Study hacks, Technology & AI, Career development, Skill building, Cybersecurity, Digital marketing, Personal finance, Job preparation, and Study abroad guidance.
Back to top button