পদাবলি

পদাবলিপ্রচ্ছদ

একগুচ্ছ কবিতা- তমিজ উদ্‌দীন লোদী

হে  অদৃশ্য  হে  অদৃশ্য আমাকে ডুবিয়ে দাও রহস্যের সমুদ্রে এবং আমি জেগে উঠি কোনো  অস্থির সৈকতে যেখানে হাঁটছে লাল কাঁকড়া , কচ্ছপের সারসার ডিম ঢেউগুলো মুখ লুকোচ্ছে তটের গহ্বরে   চারপাশে শব্দহীন নীরব চিৎকার ভেজাগন্ধ , জলের কহ্লার অনুভূতিতে ঢেউ তোলা চাঁদের মতো অলখ টান   জেগে ওঠে অন্তর্নিহিত বোধ রন্ধ্রে রন্ধ্রে সুরের বিন্যাস আমাকে ডুবিয়ে দাও রহস্যে , সদা-অতৃপ্ত জিজ্ঞাসায় ।   প্রতিবাদকে তুমি বলছ প্রতিরোধ  প্রতিবাদকে তুমি বলছ প্রতিরোধ শনাক্ত করার প্রবণতাকে বলছ বিপ্লব নিম্নবর্গের কথা বললেই তুমি বলছ বিদ্রোহী  

Read More