এনামূল হক পলাশ এর সুফি কবিতা

প্রেমের তসবিহ

১.

নতজানু হয়ে আছি
মাথা তুলে তাকাবো বলে,
তোমাতে মিশে যাবো
সময়ের রেখা টানা হলে।

 

২.

শত ফুলের বাগানে
আমরা যখন বিগত,
তুমি প্রেমে মশগুল
তসবিহ ছড়ার মত।

আমি সেই প্রেম।

 

৩.

মাটির উপর বসতে চেয়ে
নীচে দেখি পাথর,
এদিক সেদিক তাকিয়ে দেখি
অনন্ত এক সাগর।

তুমি আমার চারিদিকের সাগর।

 

৪.

আমি একটি দ্বীপের মাঝে একা
দু পাশ জুড়ে সমান্তরাল রেখা।

তোমার জন্য চেয়ে আছি পথ।

৫.

তোমার নামের তসবিহ
আমার হাতে,
তোমার সাথে মিলন হবে
গভীর রাতে।

৬.

তোমার খানকা আমার
খুবই প্রিয়,
দু হাত বাড়িয়ে আমায়
বুকে নিও।

 

আরো পড়ুন- এনামূল হক পলাশের সাক্ষাৎকার

Back to top button