জুলাই অভ্যুত্থান নিয়ে জামিল হাদীর কবিতাগ্রন্থ- ‘ফেরাউন বধ’

অমর একুশে বইমেলা ২০২৫ এ  প্রকাশিত হতে যাচ্ছে কবি জামিল হাদী প্রণীত কবিতাগ্রন্থ  ‘ফেরাউন বধ’। বিগত ১৬ বছর ধরে আওয়ামী সরকারের স্বৈরাচার জুলুম নির্যাতন ও জুলাই অভ্যুত্থানের উপর তাঁর রচিত কাপলেট ও কবিতাগুলোকে এক মলাটে প্রকাশ করা হচ্ছে। বইটি প্রকাশ করছে অর্থব প্রকাশন, প্রচ্ছদ এঁকেছেন কবি নিজেই।

কবি জামিল হাদী দেড় যুগ ধরে নিরলস ভাবে লিখে যাচ্ছেন গান কবিতা। তাঁর কবিতায় আধ্যাত্ম চেতনা, ধর্মবোধ, প্রেম, দ্রোহ, প্রতিবাদ সুনিপুণ ভাবে ফুটে ওঠে।

তাঁর প্রথম প্রকাশিত কবিতার বই- কোথাও না কোথাও (২০১৯) সালের বইমেলায় বের হয়েছে। এছাড়া তাঁর উল্লেখযোগ্য কবিতাগ্রন্থ হলো- এলাহী, জেলাস লাগে, বেদুঈন মাস্তল, কোন এক শিরোনামহীন দিনে, অশ্বারোহীর পুঁথি, আজ অতীতের জন্মদিন, সিন্ধু ঈগল! … শোনো!, আহমাত আরিনের কবিতায়, কবর ফুলের চোখে, মায়াঞ্জনী।  ১৯৮৫ সালের ৫ নভেম্বর জামিল হাদীর জন্ম যশোরে, বেড়ে ওঠা এবং বসবাস খুলনা মহানগরে।

মলাট উন্মচনের পর বইটি পাওয়া যাবে অর্থব প্রকাশনের শো-রুম এবং বইমেলার স্টলে। এ ছাড়া যে কোনো অনলাইন বুকশপেও পাওয়া যাবে।

 

আরো পড়ুন- জামিল হাদীর কবিতা

Back to top button