কবি রায়ান নূরের সাক্ষাৎকার

কেমন আছেন?

যদি বলতে হয় খুব ভালো আছি ৷ ভালো থাকাটা চ্যালেঞ্জ ৷ একজন লেখককে সবদিক থেকেই ভালো থাকতে হয় ৷

 

লেখালেখির শুরুটা কিভাবে?

প্রথম কবিতা লিখেছিলাম ৷ তারপর মনে হয় একজন মানুষের অনেক কিছুর সম্ভাবনা থাকে ৷ সমাজে অনেক কিছু বলার থাকে ৷ আমি আমার কথাগুলো সমাজে প্রচারের জন্যই লেখালেখি শুরু করি ৷ কারণ পৃথিবীতে বহু মানুষের কথা কোনদিন কেউ জানতে পারে না ৷ একজন লেখক তা সামান্যই প্রকাশ করে ৷

 

প্রকাশিত বইগুলো নিয়ে কিছু বলুন

প্রথম বই নিয়ে কিছু বলব না ৷ ‘কোহেকাফের সলতে’গল্পের বইটি বিভিন্ন মনস্তত্ত্ব ও বিভিন্ন রকমের চরিত্র নিয়ে লেখা ৷ এটি বাজারে এখন পাওয়া যায় না ৷ ‘সরীসৃপের হাসি’  উপন্যাস একজন ব্যক্তির অভিজ্ঞতার ফসল এবং অনেক পরীক্ষা চালিয়েছি ৷ এই উপন্যাসটি স্বপ্নের ভেতর আখ্যান ৷ ‘বেনসন সাহেবের বৈজ্ঞানিক কারখানা’ সায়েন্স ফিকশন কমিকস ৷ এতে ভবিষ্যতের পৃথিবী কেমন হবে তা উন্মোচন করেছি ৷ আমি লেখক হিসেবে সবসময় ভাঙতে ভালোবাসি ৷ বিভিন্ন রকম আবেগের সংমিশ্রনে রচিত এই বইগুলি ৷

 

এখন কি লিখছেন?

এখন টুকটাক কবিতা লিখি ৷ গল্পের বই প্রকাশ করার ইচ্ছে আছে কিন্তু জীবিকার টানে, আর পড়াশুনার চাপে কুলে উঠতে পারছি না ৷ অভিজ্ঞতা সঞ্চয় করছি আপাতত ৷

 

আপনার লেখালেখির বিষয়বস্তু বা উপজীব্য নিয়ে বলুন।

আমার লেখালেখির বিষয়বস্তু মানুষের জীবন ৷ মানুষের আবেগ নিয়ে আমি খেলা করি ৷ বিভিন্ন তত্ত্বের পরীক্ষা চালাই৷ ভাষার পরিবর্তন করি ৷ তবে আমি কাল্পনিক অনুভূতি আবেগ নয় বরং বাস্তব জীবনকে বাস্তবতায় দেখি খানিকটা রঙ মিশিয়ে ৷ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মনস্তত্ত্ব আমার লেখাগুলোতে প্রাধান্য পায় ৷

 

আসন্ন বইমেলার প্রস্তুতি সম্পর্কে জানতে চাই

বইমেলা কখনোই লেখকদের অনুকূলে ছিল না ৷ লেখকদের যে পরিবেশ থাকার কথা না নেই ৷ এখানে আশরাফ-আতরাফ গোত্র রয়েছে ৷ সব কিছুই যেন বানিজ্যিক ৷ লেখকদের উন্মোচন করবে বইমেলা কিন্তু তা হয় না, বরং তারা হোন বই বিক্রেতা ৷ এটা জাতির জন্য কলঙ্কজনক ৷

 

পাঠকদের থেকে একজন লেখকের প্রত্যাশা কি থাকে? আপনার ক্ষেত্রে তার প্রভাব কি?

আমি কখনও পাঠকের কথা বিবেচনা করে লিখি না ৷ যখন মনে করি সমাজে কিছু পরিবর্তন দরকার তখন একটা লেখা হাজির করি ৷ সকলেই যা লেখে আমি তা লিখি না ৷ একজন পাঠক সবসময় একটা জীবনের মধ্যে থাকে অথচ যে জীবন তার অজানা সেটিই তুলে ধরার চেষ্টা করি ৷ আমার পাঠকের সংখ্যা অনেক কম ৷

 

প্রকাশকদের ব্যাপারে আপনার মন্তব্য চাই।

প্রকাশকরা ব্যবসা করে ৷ এটা মানতে হবে ৷ কিন্তু একটা মানদণ্ড বিবেচনা করা উচিত ৷ তাদের কারণে ভালো লেখকরা বঞ্চিত হচ্ছে ৷ অর্থনৈতিক বৈষম্য একজন লেখককে পরিশ্রমে নিরুৎসাহিত করছে ৷ তাই বই প্রকাশে একটু কঠোর হওয়া উচিত ৷

 

কবি বা লেখকের কি স্বীকৃতি প্রয়োজন আছে? কবি হিসেবে প্রতিষ্ঠা ব্যাপারটিকে কিভাবে দেখেন?

যে চিন্তা করতে জানে সে সবসময় স্বীকৃত ৷ যার চিন্তার গভীরতা নেই, যৌক্তিকতা নেই ৷ ভাষার ব্যবহার আর মানুষের জীবন সম্পর্কে অভিজ্ঞতার অভাব রয়েছে ৷ তিনি আপাতত প্রতিষ্ঠিত হলেও আমি তা মনে করি না ৷ প্রত্যেকে কোন না কোন জীবনে কবিতা লেখেন ৷ কবিদের ব্যাপারে আমি কিছু বলব না ৷ তবে লেখক হওয়া কঠিন ৷ এটা জীবনের সাথে জুয়া খেলার মতো ৷

 

লোকে বলে কবিরা ভাতে মরে- এ নিয়ে কিছু বলুন

কথা ঠিক ৷ আবার ঠিক নয় ৷ একজন মানুষ প্রতিষ্ঠিত হয়ে যখন কবিতা লেখে তা বালকসুলভ অনেকটা হয় ৷ আবার যে লিখতে লিখতে প্রতিষ্ঠিত হয় তার কবিতা পরিণত হয় ৷ তবে শুধু কবিতা লিখেই কবি হবার বাসনা এবং জীবনে আর সকল সম্ভাবনা ফেলে দেওয়া অনুচিত ৷ কবি হলো সেই একঝাঁক তীরের মতো ৷ যারটা লক্ষ্যভেদ করবে সে প্রতিষ্ঠিত হবে ৷ বাদবাকী ভাতে মরবে ৷

 

একজন লেখক কবির জন্য পড়াশোনা (সাহিত্য পাঠ) কতটুকু জরুরী?

অবশ্যই পড়াশুনা থাকতে হবে ৷ তবে তা পাঠক হিসেবে নয়, লেখক হিসেবে পড়তে হবে ৷ আমরা যেভাবে পড়ি তা লেখকদের মতো না ৷ শুধু পড়লেই লেখক হওয়া যায় না ৷ ভালোবাসা পাঠক যে ভালো লেখক তা নয়৷ বই ছাড়াও জীবনে বহু কিছু আছে ৷ লেখকদের চোখ সবচেয়ে গুরুত্বপূর্ণ বইয়ের থেকে ৷

 

নিজের লেখালেখি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা, প্রাপ্তি, প্রত্যাশা জানতে চাই।

আমার অনেক উচ্চাকাঙ্খা আছে লেখালেখি নিয়ে ৷ আমার লেখা নিয়ে যখন অনেকে বলে লেখা হয় নাই, ভাষা ঠিক নেই ৷ অনেকে সমালোচনা করে ৷ তখন আমি বুঝি তাদের দুর্বলতা কোন জায়গায় ৷ আমার লেখার সমালোচনা করার এখন পর্যন্ত কাওকে পাইনি ৷ পেলে বুঝতাম লেখকদের সবলতা কোথায়? তাই আমি আশাবাদী ৷

 

 যারা লিখতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলুন।

যার লিখতে চায় তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা, লেখালেখি একটা পেশা ৷ তবে নিজের জীবিকা তৈরি করে তবে এখানে স্থির হওয়া দরকার ৷ জীবনকে নিকট থেকে দেখতে শিখতে হবে ৷ ভাষাকে আয়ত্ত করতে হবে ৷ আর লেখকদের সামাজিক হতে হবে ৷ লেখকদের নৈতিকতা হবে নিখুত ৷ কারণ লেখকরা জাতির বিবেক ৷

 *রায়ান নূর: কবি, গল্পকার, বিসিএস শিক্ষা ক্যাডার। 

 

 

আরো পড়ুন- কবি সুশান্ত হালদারের সাক্ষাৎকার

padmin

Ahosan Habibi is an educational content creator, researcher, and digital strategist focused on helping learners and professionals grow smarter in the modern world. He writes practical, well-researched content on English writing, Study hacks, Technology & AI, Career development, Skill building, Cybersecurity, Digital marketing, Personal finance, Job preparation, and Study abroad guidance.
Back to top button