টিটো মোস্তাফিজ এর কবিতা

পচা আপেল

বিপ্লবের লাল আপেল

কবেই পচেছে কমরেড

তার গলিত দেহাবশেষ

খাবে এমন শকুন কই?

অগত্যা কাকই ভরসা।

 

ললনার প্রতি

অধরের নাগাল পাবার আগেই

থেমে যাওয়া সহস্র চুমুর কসম

সত্যি বলছি অনেক ভালোবাসি

ইচ্ছে করছিল আদরে ভরিয়ে দেই

বিন্দু বিন্দু ঘাম জমা কপাল

চোখের পাতা, জামরুল নাক

কাঁপা কাঁপা ওষ্ঠ যুগল

পর্বতের শীর্ষ থেকে গভীর উপত্যকা

যেখানে প্রাণ গোলাপের বসবাস

জানতো, কবির কাছে এ বিশ্ব

রমনীয় এক বিশাল পাঠ্য পুস্তক।

স্বর্গীয় কম্পন ষড় ওষ্ঠের হাসি

সত্যি বলছি অনেক ভালোবাসি।

আধখোলা ঝিনুকের মোহনীয় আহ্বান

পাশ কাটিয়ে প্রবালপ্রাচীর পানে ধাওয়া

মুক্তো শিকারী কি আর ফিরে আসে না?

 

ঘৃণা দিবস

আত্মবিশ্বাসের তলানী থেকে

কেবলই দেখি মৌন মিছিল

সারি সারি কঙ্কাল এগিয়ে আসে

এলোমেলো পায়ে ভারি দীর্ঘশ্বাসে

অপারগতার যত আস্ফালন

ঝাড়তে চাই, চাই ঘৃণা দিবস এক।

 

আরও পড়ুন- মির্জা গালিবের কবিতা

 

Back to top button