একগুচ্ছ কবিতা-কবি নজর উল ইসলাম

একগুচ্ছ কবিতা-কবি নজর উল ইসলাম

সঞ্চয়ন

জলে তো সন্ন্যাস ভাসে জলেই অমরতা

নীল খুঁজি কোথা আজ কোথা

ভাঙি সব আলোর অনুবাদ ও জনপ্রিয়তা

কত মেঘ আসে যায় কত কথা ওড়ে

দাঁড়কাকেরা দাঁড়িয়ে বেলায়-অবেলায়

মেঘের সুখবর ময়ূর জানে—আমরা বুঝিনা

পেখমে পেখমে নেচে যায় সমগ্র পরিখা

মেঘের ইন্দ্রধনু মায়ার বাঁধনে গান গায়

বুঝি সে দিগন্ত বিস্তারী যেমন স্রষ্টা যেন

শুধু অনুক্ত বিষাদেও টানি বন্য-অরণ্য

অভাগার দেশে দেশে বিনম্র শ্রদ্ধা

শুভেচ্ছার কত রঙ আকাশ ভাঙে,তাও দেখি

বলে ফেলি বিচূর্ণ—সঞ্চয় সবিস্তারে

আকাঙ্ক্ষার অনন্য নীল অপূর্ব গানগুলো

প্রেমে সে বিলকুল দাপিয়ে বেড়ানো

সরল পাখির ডাকে মাতন মননীড়ে

বাজায়, বেজে যায় প্রবাদপ্রতিম ভালবাসা…

 

হরকরা

কথা সাগরের পাতায় ভাসে স্মৃতি খোয়ানো রূপকথা

সাজানো অভিসারে আলোবিন্দু মন গহিনে মনব্যথা

প্রিয়মুখ খুঁজি মায়াময় প্রাণে ডুবন্ত সর্বনাশা

তাও বলিনা শ্রাবণ মেঘে সাঁতরে বেড়ায় ভালবাসা

মুখ ফেরানো মুখ অনুক্ত মূর্ছিত অভিমান

ডানাভাঙা পাখি প্রখর অপারে দৃশ্যত সাজান

প্রতিপর্বে মাখা চোখ জুড়ানো যেন দম্ভ-ঘর

মায়াময় জলে মাছেরাও খেলে অনন্ত আপামর

হৃদয়-রঙে পিয়াস রেখে করেছি এপার-ওপার

দু’পারে যে বিষাদ-রচনা সাক্ষী অগণিত তার

ভুল সঙ্গমে মন ভেসেছে হাওয়া তো হরকরা

নিরুপায় বাঁশির বোধ গভীরে দিনমানে তারা…

 

মোহজল

মেঘে মায়াময় অমরতা লেখা

জানলা খুলেই দেখি মাতাল স্মৃতির টান

দূর অনন্তে সাজানো মহল বাড়ি আবহসঙ্গীতে

ভরে আছে প্রাণের ফসিল প্রেমজলে

রাতজাগে দিনমান যেন মোম মিছিল

নিরবতা ভাঙে এঁকে যাওয়া স্মৃতিমন্থন

ধ্রূপদী ভাষার মারকুটে যত প্রশ্নচিহ্ন

আলোছায়ায় স্বপ্নবীজ নিংড়ে নেয়

প্রজন্মের পর প্রজন্ম ভেসে আসে

মোহজলে বিনোদ লেগে আছে স্বপ্ন

রাতের তারার মত আকাশ চাদরে

বর্ণময় আত্মিক ভাঁজে ভাঁজে নিবন্ধতায়…

 

পুতুলতন্ত্র

কাচঘরে বসে সোনালী মাছেরা বাইরে টা দেখে না

আর দেখলেও তার কী এসে যায়

সাজানো চিত্রনাট্য যখন দেখি রং-তুলিতে লেপ্টে

এক সুতোয় মালাগাঁথা পুতুলতন্ত্র

ভাঙা আয়না জোড়া লেগে যাচ্ছে অনায়াসে

তাহলে অঙ্ক বুঝে নাও—আশ্চর্য দক্ষতা

ভোরের আলোয় আকাশ পালটায়,রূপফের হয়

কী আঁঠার তদ্বির মোহময় নিশি যেমন রাত্রির

কথকতার হাসি হাসে আমরা বুঝেও বুঝিনা যেন

গা-বাতাস সওয়া এক ধাতব সব কলাকুশলী

চুমুক দিই,টানি ধোঁয়া উড়তে উড়তে পাক খাচ্ছি

নিজেদের আশ্বস্ত করে ফেলেছি প্রেমে-অপ্রেমে

কাকতাড়ুয়া সাজিয়ে সব দেবদূতের মত অদৃষ্ট…

 

প্রেমজল

সমবায় চাষ চেয়ে ঢালাও সমর্থনের কৃতি-আঁকি

আহ্লাদে গলে বরফ যেমন জল হয়—অবস্থান ভাঙে

বিনিয়োগ পুষে রাখে সরল জীবন, এমন নজির

আকাশও ভোলে না মহৎ উচ্চারণের প্রীতি

মহামহিম মন সেই কবে বেঁধেছিল বাসা

মনবাস নির্মিত একান্ত আয়নায় অবাধ্য ঐক্য

মিশুকে রাত্রি খুইয়ে দিনমান শিল্প বোনে

এ যেন আস্থার প্রেমজল পিছুটান সারাক্ষণ

প্রত্যাখ্যান অতি সহজ আবাদ— আত্মায়

জড়ানো কথাগুলো টানলে একটা বিষয় ওঠে

প্রতি সওয়ালে রকমফের সামর্থ্য আগলায়

মেঘ হয়ে ওঠা এক আঁচল ভারি অনুপ্রাণিত

অনুরাগ প্রকাশ্য লজ্জার অভিযোজন কাড়ে

এক হাতে শুভেচ্ছা-ফুল, অন্য হাতে ভয়-সংকট

অন্তহীন চাওয়ার থোকা থোকা সূচিমুখ

ফুলময় বেদনার দিন গোনে অপার…

আরো পড়ুন-আশরাফ চঞ্চলের কবিতা

padmin

Ahosan Habibi is an educational content creator, researcher, and digital strategist focused on helping learners and professionals grow smarter in the modern world. He writes practical, well-researched content on English writing, Study hacks, Technology & AI, Career development, Skill building, Cybersecurity, Digital marketing, Personal finance, Job preparation, and Study abroad guidance.
Back to top button