চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার ঘোষণা

চাঁদপুর জেলার স্বনামধন্য সাহিত্য সাংস্কৃতিক সংগঠন চর্যাপদ সাহিত্য একাডেমি দেশের ১০ গুণিজনের নামে পুরস্কার ঘোষণা করেছে। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় চাঁদপুরস্থ গ্র্যান্ড সিটি চাইনিজ রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার ঘোষণা করা হয়। পুরস্কার প্রাপ্ত গুণিজনদের নামর ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক কবি ও আইনজীবী রফিকুজ্জামান রণি।

এসময় রফিকুজ্জামান রণি লিখিত ঘোষণাটি পড়ে শোনান- “২ বছরের পুরস্কার এক সাথে প্রদানের সিদ্ধান্ত নিয়েছি আমরা। ২০২৩-এ কবিতায় কবি আশরাফ আহমদ, কথাসাহিত্যে নাহিদা আশরাফী, গবেষণায় হাসান আলী, সংগীতে গীতিকার শহীদুল্লাহ ফরায়জী, চারুকলায় মোহাম্মদ আজাদ হোসেন। ২০২৪-এ কবিতা শাখায় হোসেন দেলওয়ার, সংগীতে মিল্টন খন্দকার, শিশুসাহিত্যে হাসনাত আমজাদ, সংগঠক হিসেবে গৌরাঙ্গ সাহা, বিপ্লব ও গণমিছিলে অবদানের জন্য রকিব লিখন পেয়েছেন চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার।”

চর্যাপদ  একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সদস্য সচিব শিউলী মজুমদার, সহকারী পরিচালক ফেরারী প্রিন্স, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম ও নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি প্রমুখ।

সংগঠনের সভাপতি আয়শা আক্তার রুপার এ সময় বলেন, “এ মাসের মধ্যেই আমরা আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেয়ার চেষ্টা করবো।”

২০১৯ সাল থেকে চর্যাপদ সাহিত্য একাডেমি নিয়মিত পুরস্কার প্রদান করে আসছে। তাদের এ পুরস্কার দেশের অসংখ্য খ্যাতনামা কবি সাহিত্যিক শিল্পীদের হাতে উঠেছে।

-প্রেস বিজ্ঞপ্তি

Back to top button