একগুচ্ছ কবিতা- নজর উল ইসলাম 

বৃষ্টিফুলের পাখি  

এক.
ঘুমন্ত স্বপ্নের ভেতর যারা মেঘ-জল-নদী-সাগর অঙ্গন ভাঙে,
এক থেকে বহুত্বে নিমজ্জন কী সুর আছে মনভ্রমে
কী যে পাখি আজও জলাশয় ঘিরে কে আর বুঝেছে,
আগুন শুধু ভাবে পড়ে মেখেছে পাখির ধ্বনি-জন্ম
দরাজ পৃথিবী মন-নীড়ে বাঁধা সাপসাপিনীর খেলায়
জোছনায় বসে সাধনায় ওড়ায় মেঘ মর্মলোক থেকে
বিশুদ্ধ পরীর মতো ডানা ছাড়ে যত কথা একজন একজীবনে
শেষ হয়না আয়ুবীজে, আমিও সেই পাখি
সেই সম্ভাষণ রাখি দিন ভেঙে-ভেঙে আলো অক্ষরে…
দুই.
আমাদের গোপন ইশতেহার খুলে যদি দেখি ছেঁড়া-ছেঁড়া
মৌতাত সভ্য মলাটে তুমুল খেলায় খোলসে বন্দি, মোহবন্দি
প্রেমজল গল্পের অনন্তে লুকনো বিন্যাস দেখেও দেখিনা
পরপারে ফাঁসজালে আটকে থাকা সূর্যঘোর প্রেমময়
তোলপাড় পদ্ম যা-কিনা শিরা-সন্নিবেশে
নিজেকেই পড়তে হয় ভাষা-ভঙ্গিমা…
তিন.
শিল্পের মনঘরে শিল্পিত আকাশ ঝোলে বর্ণময় ঠোঁটে-ঠোঁটে
নয়ছয় কত যেন অলেখা সাহসী
রোদ্দুর লেপ্টে থাকে প্রণয় ভিক্ষার গা-কথা
একাকার নদী আঁকা বর্ণ-বুনোট, খবরে আসে না—
আসিনা জলের অন্তঃকরণ প্রস্তাবিত শৈলী-নগরে
রেখে যাই দূর-দূরত্বের অচেনা হাঁসফাঁস কোলঘেঁষা
রক্তসন্ধি, ঢেউয়ে-ঢেউয়ে বৃষ্টিফুলের মেঘপাখি…

ঘেরাটোপ 

মেঘের কাছে মোহবন্দি মনের কাছে সন্ধিঘোর
চাঁদের খোসা ছাড়াতে গিয়ে তোমার চোখে চোর
ছুটতে থাকি আড়াল খেলায় যাচ্ছি বাবা যাচ্ছি তো বোবাস্বপ্ন
মেয়ে-মদ্দে ঘুরপাক খায়, হামলে কুঁড়োয়
পাতার বাঁশি মন মাঝি তোর গাইছে ব্যাকুল ফেনীর সাহস
স্নানে যাবে, যাও তো এসো আমিও পুৰুষ, সুষম তুমি কত
প্রজন্ম দূরে ছিলে বল আজ হয়ে যাক একক তার–
ছাড়ো তো লোক ঈর্ষার চোখ, গানের ভেতর লুকনো খোঁজ
জলপদ্যের হিল্লে আমরা ভাঙবো অনন্ত অপেক্ষায় তাজ
সীমানা ভেঙেছি, সময়সীমা কোথায় দেখি গোটানো রোদ্দুর!
আলো ফুটফুট সবুজ আকাঙ্খা মুগ্ধ হচ্ছি মন ভাসিয়ে
এক চাদরে আস্ফালন আর মেঘঢাকা তারার বিন্যাস
আমার ভার্শন ভুগে ভূগোল তুলে ঠিক খুঁজে নেব সৃষ্টিময়
অবিকল ছন্দে ভরপুর প্রকৃতিই তুমি আনত গড়ন-পূজন
হলুদ বনের পাখি অদ্ভুত নেশায় অচেনা আলোছায়া…

সম্পর্ক 

মেঘ-জল খুব সম্পর্কের আগুন
যেমন অতিমারি বলে কয়ে আসে না ঠিক
সমান তালে একই সমীকরণে অন্ধ দু’জন
ভালোবাসাও তাই ভাগলে বিস্তর ফাঁকা, ব্যালান্স
তখন রোদ্দুর, ঘেঁষে না, শব্দ প্রেম তো দূরে
গভীর খননে নদী যতই পরিচিত হোক না কেন
জলস্রোত মানে না বাঁধন, কী থাক তোমার ওজন
যদি প্রেমজর আসে ভাঙায় কে? ভাগ করে নদী
সমুদ্র ফোঁসে আপসোস লেগে থাকে মুখে
কথা আর গান যুদ্ধে তোলপাড় বুককোঠরে
বুঝি না এ একটা খেলা সন্ধির প্রেম-পেখম
গোপনে নির্ঝর ছড়াতে এসেছে মনঘরে…!

padmin

Ahosan Habibi is an educational content creator, researcher, and digital strategist focused on helping learners and professionals grow smarter in the modern world. He writes practical, well-researched content on English writing, Study hacks, Technology & AI, Career development, Skill building, Cybersecurity, Digital marketing, Personal finance, Job preparation, and Study abroad guidance.
Back to top button